পথচারীদের মধ্যে সরবত বিতরণ যুব মোর্চার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে পুড়ছে সর্বত্র৷ বৃহস্পতিবার এই দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিতে বিজেপির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে পথ ব্যবসায়ী ও চলতি মানুষদের সরবত বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ মেয়র দীপক মজুমদার জানান, অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে বলে জানান মেয়র৷ তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধমুখি হচ্ছে৷ বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা নেই৷ প্রচন্ড গরমে মানুষের জীবন রীতিমতো বিপন্ন হয়ে উঠেছে৷ সবচেয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন দিনমজুর খেটে খাওয়া অংশের মানুষজন৷ তীব্র দাবদাহ উপেক্ষা করেও তারা কাজের সন্ধানে বের হতে বাধ্য হচ্ছেন৷ কেননা কাজ না করলে তাদের উনুন জ্বলবে না৷ পরিবারের লোকজনরা অনাহারে থাকতে বাধ্য হবে৷ জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন৷৷ এমনকি সানস্ট্রোক করে মৃত্যুর সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই চিকিৎসকরা সতর্কবার্তা দিয়ে বলেছেন এই প্রচন্ড দাবদাহের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি ঘরের বাইরে বের না হন৷