শারদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন শিল্পপতি গৌতম আদানি

মুম্বই, ২০ এপ্রিল(হি.স.) : বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের মুম্বইয়ের বাসভবনে গিয়ে দেখা করেন শিল্পপতি গৌতম আদানি। প্রায় দুই ঘণ্টা ধরে চলে দুজনের এই বৈঠক। কোনো পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। এই বৈঠক নিয়ে রাজনীতির আলোচনার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

আসলে, হিন্ডেনবার্গ রিপোর্টের পরে বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল, সেখানে শরদ পাওয়ার ভিন্ন অবস্থান নিয়েছিলেন। শরদ পাওয়ার বলেছিলেন, অতীতে টাটা-বিড়লা গোষ্ঠীগুলিকে বিরোধীরা সরকারের সমালোচনা করার জন্য ব্যবহার করেছিল। দেশের উন্নয়নে এই দলগুলোর অবদান সবারই জানা। আজকাল সরকারকে টার্গেট করতে আদানি-আম্বানি গোষ্ঠীর নাম ব্যবহার করা হয়। আম্বানি গোষ্ঠী পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য সেক্টরে অনেক কাজ করেছে। আদানি গ্রুপ পাওয়ার এবং অন্যান্য সেক্টরে অনেক কিছু করেছে। দেশের এটা দরকার। যদি প্রমাণ পাওয়া যায় যে এই দলগুলি বেআইনি বা অন্যায় কিছু করেছে, তাহলে গণতন্ত্রে সমালোচনা করার অধিকার আছে কিন্তু যদি প্রমাণ না থাকে, তবে তা ভুল।
এই বিষয়ে মন্তব্য করে, শরদ পাওয়ার জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির তদন্তের পরিবর্তে সুপ্রিম কোর্টের একজন বিচারকের দ্বারা তদন্তের দাবি করেছিলেন। এই কারণে কংগ্রেস, শিবসেনা সহ অনেকেই পাওয়ারের সমালোচনা করেছিলেন। আজ গৌতম আদানি-শারদ পাওয়ারের মধ্যে দু’ঘণ্টা বৈঠকের পরে এই ইস্যুটি আবার আলোচনা শুরু করেছে।