গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আগামী ২২ এপ্রিল থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আরও ২৩টি ট্রিপের জন্য গুয়াহাটি-রাঁচি-গুয়াহাটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন পরিষেবা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে। বর্ধিত এই পরিষেবা সংশ্লিষ্ট রুটে দূরপাল্লার যাত্রীদের চাহিদা পূরণ করতে সাহায্য করবে বলে আশা করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় জানিয়েছেন, ট্রেন নম্বর ০৫৬৭১ গুয়াহাটি-রাঁচি স্পেশাল ২২ এপ্রিল থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ১১:৪০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৪:২৫ ঘণ্টায় রাঁচি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৭২ রাঁচি-গুয়াহাটি স্পেশাল ২৩ এপ্রিল থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার ২০.৩০ ঘণ্টায় রাঁচি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ২৩.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় দিকে যাত্রার সময় এই স্পেশাল ট্রেন নিউ বঙাইগাঁও, আলিপুরদুয়ার জংশন, শিলিগুড়ি জংশন, মালদা টাউন, রামপুরহাট, আসানসোল ও বোকারো স্টিল সিটি হয়ে চলাচল করবে।
তিনি জানান, এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন সব্যসাচী দে।

