করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদোৎসব উদযাপন সম্পর্কিত প্রশাসনিক সভা


করিমগঞ্জ (অসম), ২০ এপ্রিল (হি.স.) : আগামী শনিবার অনুষ্ঠেয় ঈদ-উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আজ বৃহস্পতিবার করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে তাঁর সরকারি কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলাশাসক আসন্ন উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি ঈদ-উৎসবের দিন নামাজের সময় যদি কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় অথবা খবর পাওয়া যায়, তবে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে পরামর্শ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদ-উৎসব যাতে সমগ্র জেলায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় তার জন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। তবে তিনি সুষ্ঠু ঈদ পালনে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও জানান, পুলিশ বিভাগ ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষ্যে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট ঈদগাহ, শ্রীগৌরী বদরপুর ঈদগাহ, দেউলিটিল্লা, আজিমগঞ্জ ইত্যাদি এলাকায় পর্যাপ্ত সংখ্যক সুরক্ষাকর্মী মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে।
সভায় জানানো হয়েছে, ঈদের দিন ঈদগাহ সংলগ্ন এলাকাগুলিতে পর্যাপ্ত সংখ্যক জনগণের ভিড় থাকবে। তাই সবধরনের অভার লোডেড যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উৎসবের দিন জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে দিনে তিনবার জল সরবরাহ করতে এবং বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঈদগাহ ও মসজিদ কমিটিগুলিকে ঈদের দিন যানবাহন চলাচল এবং জনগণের ভিড় নিয়ন্ত্রিত রাখতে সহযোগিতা করার জন্য স্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে ভলান্টিয়ার নিয়োগ করার আহ্বান জানানো হয়। জানানো হয়েছে, করিমগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে একটি কন্ট্রোলরুম কার্যকর থাকবে। এছাড়া প্রকাশ্য স্থানে কোনও অবস্থাতেই জীবজন্তুর কোরবানি দেওয়া যাবে না। কোরবানি এমনভাবে করতে হবে যে যাতে অন্য ধর্মাবলম্বী জনগণের ভাবাবেগে কোনও ধরনের আঘাত না হানে। কোরবানির পর জীবজন্তুর বর্জ্যগুলি সঠিক পদ্ধতিতে নষ্ট করতে বা পুঁতে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে প্রতিটি রাজস্ব চক্র অনুসারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন। পাশাপাশি পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়েছে। উৎসবের দিন যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য পুলিশ বিভাগের যানবাহন নিয়ন্ত্রণ শাখাকে রোড প্ল্যান তৈরি করতেও সভায় নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের সভায় করিমগঞ্জ টাউন ঈদগাহ কমিটির সচিব তথা দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, জেলা হজ কমিটির সহকারী সম্পাদক মওলানা জসিম উদ্দিন সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।