নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এমআরআই বিভাগে কর্মরত চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির গুরুত্বর অভিযোগ উঠেছে৷ এক মহিলা এমআরআই করানোর একমাস পরও রিপোর্ট পাননি৷ ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি৷ এ ধরনের ঘটনায় জিবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের এবং টেকনিশিয়ানদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ণ উঠেছে৷ ঘটনার বিবরণে জানা যায় রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়পুর এলাকার এক মহিলা গত ২৭ মে জিবি হাসপাতালে এমআইআর করান৷ নিয়ম অনুযায়ী এমআরআই করার কিছুক্ষণ পরেই রিপোর্ট রোগী কিংবা তার পরিবারের হাতে তুলে দেওয়ার কথা৷ অথচ ওই রোগী নিয়ে বারবার এমআরআই বিভাগে যোগাযোগ করেও তার রিপোর্ট পাচ্ছেন না৷ কেন তার রিপোর্ট দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ অভিযোগ বেশ কয়েকদিন হাসপাতালে এসে যোগাযোগ করেও তিনি রিপোর্ট পাচ্ছেন না৷ রোগী নিয়ে অভিযোগ করে জানান
প্রায় এক মাস হতে চললেও মিলছে না এম আর আই রিপোর্ট৷ এমনই অভিযোগ উঠল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বিরুদ্ধে৷ অভিযোগ বার কয়েক হাসপাতালে এলেও মিলেনি সদুত্তর৷ শুধু মিলেছে আশ্বাস৷ আগরতলা জয়পুর এলাকার এক মহিলা মে মাসের ২৭ তারিখ জিবিতে এম আর আই করান৷ এর পর রক্ত পরীক্ষা, সোনোগ্রাফি ও করানো পরীক্ষা হয় রোগীর৷ তাদের অভিযোগ টাকা দিয়ে এম আর আই করানোর পড়ে ৮-৯ দিন জিবিতে গেলেও মিলেনি রিপোর্ট৷ এতে ক্ষুব্ধ রোগী ও পরিবারের সদস্যরা৷ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব জ্ঞান হীনতায় জড়িত টেকনিশিয়ান ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ জিবি হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত না হলে গোটা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে এবং দায়িত্ব জ্ঞান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ণ দেখা দিতে পারে৷
2023-04-20

