নয়াদিল্লি, ২০ এপ্রিল(হি.স.) : ‘মোদী’ পদবি মামলায় সুরাটের আদালতে ধাক্কা খেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার আদালত রাহুলের দুই বছরের সাজার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, গান্ধী পরিবারের সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে।
রাহুল গান্ধীকে নিশানা করে সম্বিত পাত্র বলেন, পিছিয়ে পড়া শ্রেণীকে গালাগালি করে গান্ধী পরিবার ভেবেছিল তারা এ থেকে পালিয়ে যাবে, যা হতে পারে না। আদালতের সিদ্ধান্ত গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। আজ সুরাটের আদালত প্রমাণ করেছে আইন সবার জন্য সমান।
তিনি বলেন, রাহুল গর্বিত যে তিনি গান্ধী পরিবারের সন্তান, তবে সুরাট আদালতও প্রমাণ করেছে যে আদালত সবার জন্য সমান। তিনি আরও বলেন, রাহুলের এখনও সুযোগ রয়েছে, তার উচিত ওবিসি সম্প্রদায়ের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া। কেন তিনি আদালতে ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন। তিনি কেন বলেন যে তাঁর অভিধানে দুঃখিত শব্দ নেই। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছেন তিনি।