গোয়ালপাড়ায় সড়ক দুৰ্ঘটনা, হত মহিলা, আহত দুই

গোয়ালপাড়া (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : গোয়ালপাড়া জেলার দুধনৈ এলাকার চিলুকগাঁও সংযোগী ১৭ নম্বর জাতীয় সড়কে এক ভয়ংকর দুৰ্ঘটনায় জনৈক মহিলার মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরেক মহিলা সহ দুজন। নিহত মহিলাকে দুধনৈ থানার অন্তৰ্গত পুরনিভিটা গ্রামের বাসিন্দা বছর ৬০-এর প্ৰতিমা রাভা বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে গুরুতরভাবে ঘায়েল হয়েছেন টো-টো (ই-রিকশা)-র চালক নয়ন রাভা (৪৮) এবং সরলা রাভা (৫০) নামের এক মহিলা।

প্রাপ্ত খবরে প্রকাশ, একটি টো-টোয় চড়ে দুধনৈ ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে দুই মহিলা যাচ্ছিলেন। কিন্তু চিলুক সংযোগী রাস্তায় একটি কয়লাবাহী ট্ৰাকের সঙ্গে সংঘর্ষে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়। সংঘর্ষে টো-টোটি ছিটকে জাতীয় সড়কের পাশে গড়িয়ে পড়ে। এতে গুরুতরভাবে আহত হন দুই মহিলা যাত্রী সহ চালক।

ঘটনর খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে দুধনৈ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পর প্ৰতিমা রাভা নামের মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে অন্য দুই আহতকে উন্নত চিকিৎসার জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে রেফার করেন ডাক্তাররা।

অন্যদিকে, দুৰ্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যায় ঘাতক কয়লাবাহী ট্ৰাক।