ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ই মে। গত ১৬ এপ্রিল, রবিবার সংস্থার সহ-সভাপতি অর্জুন কুমার দেবনাথের পৌরহিত্যে অনুষ্ঠিত কার্যকরী কমিটির বৈঠকে আসন্ন এই বিশেষ সাধারণ সভার দিনক্ষণ সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে। ৭ মে, রবিবার আগরতলায় এম.এল প্লাজাস্থিত কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য বিশেষ বৈঠকে অনুমোদিত সব কটি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউনিট থেকে অন্ততঃ দুইজন করে অফিস বেয়ারার এবং সকল সিনিয়র জুডো কোচ ও ত্রিপুরার সিনিয়র জুডোকাদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য সংস্থার সাধারণ সম্পাদক মানিকলাল দেব এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এই বৈঠকে মূলতঃ গত গভর্নিং বডির মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ অনুমোদন ছাড়াও একাউন্ট রিপোর্ট পেশ করা হবে। পরবর্তী সময়ে গত চলতি কার্যকরী কমিটি ভেঙে দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে আলোচ্যসূচি জানানো হয়।
2023-04-19

