BRAKING NEWS

ধর্মনগরে অজগর উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷  বুধবার সকালে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামে মালাকার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে থেকে উদ্ধার অজগর সাপ৷ অজগর সাপটিকে পানিসাগার মহকুমার রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে৷বুধবার সকালে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামে মালাকার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে ছাগল ছানা শিকার করলো অজগর সাপ৷ গিলে খাওয়ার সময় গ্রামবাসী সহ বিএসএফ জওয়ানদের নজরে আসে৷ এই ঘটনা জানা জানি হতেই এলাকায় গ্রামবাসীরা জড়ো হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর বনকর্মীরা৷ এই ঘটনায় ফরেস্ট রেঞ্জার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে বন কর্মীরা সেখান থেকে অজগর সাপটিকে উদ্ধার করে৷ তবে এই কাজে সহযোগিতা করে বরুয়াকান্দি বিওপির বিএসএফ জওয়ানরা৷ তিনি বলেন অজগর সাপটির ওজন কুড়ি কেজি৷ তবে অজগর সাপটিকে আটক করার সময় তার মুখ থেকে ছাগল ছানাটি মৃত অবস্থায় বের হয়৷ বর্তমানে অজগর সাপটিকে পানিসাগার মহকুমার রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *