বঙাইগাঁও (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : চলতি বছরেই কমতাপুর স্বশাসিত পরিষদের নির্বাচন সম্পন্ন হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।
আজ বঙাইগাঁও জেলার উত্তর-শালমারায় কমতাপুর স্বশাসিত পরিষদের সচিবালয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই ঘোষণা করে বলেন, কমতাপুর স্বশাসিত পরিষদের অন্তৰ্গত গ্রামগুলি চিহ্নিত করার পর এ বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বঙাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি ও দক্ষিণ শালমারা জেলার কিছু অংশ নিয়ে কমতাপুর স্বশাসিত পরিষদ এলাকা গঠিত।
তিনি বলেন, ‘আজ আমি কমতাপুর স্বশাসিত পরিষদের অফিস পরিদর্শন করেছি। কীভাবে কাউন্সিলকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বৈঠকে করেছি।’ জোরের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কয়েক দিনের মধ্যে বঙাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি এবং দক্ষিণ শালমারা জেলার গ্রামগুলি চিহ্নিত করে নির্বাচনের আগে কাউন্সিল এলাকায় অন্তর্ভুক্ত করা হবে।

