নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): আগামী ২৪ ঘন্টা পশ্চিমবঙ্গ ও বিহার -সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম ঝাড়খন্ডে তাপপ্রবাহ চলবে। উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে, হিমালয় সন্নিহিত পশ্চিমাঞ্চলে পরবর্তী চার দিনে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
অত্যধিক গরমের কারণে বিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওডিশাতেও অস্বাভাবিক গরমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। আগামী দুই দিন পরিস্থিতি একইরকম থাকবে বলে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে। রাজধানী ভুবনেশ্বর ও ঝাড়সুগুদা-সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকতে পারে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অত্যধিক গরম এখন মহারাষ্ট্রেও।

