বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.): কর্ণাটকে এবার কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়েছেন প্রাক্তন বিধায়ক অনিল লাদ। কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পরই জেডি (এস)-এ যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার গভীর রাতে জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিধায়ক অনিল লাদ, এরপর যোগ দেন জেডি (এস) শিবিরে। পেয়েছেন ‘বি’ ফর্মও।কর্ণাটকের বেল্লারি সিটি বিধানসভা আসনের টিকিটের প্রত্যাশী প্রার্থী ছিলেন অনিল। কিন্তু, ওই আসনে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস। এরপরই কংগ্রেস থেকে তিনি ইস্তফা দেন। সময় নষ্ট না করে, মঙ্গলবার গভীর রাতে জেডি (এস) নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিধায়ক অনিল লাদ, এরপর যোগ দেন জেডিএস শিবিরে। বেল্লারি সিটির জেডি (এস) প্রার্থী হিসেবে লাদ ‘বি’ ফর্ম পেয়েছেন।
2023-04-19

