বেঙ্গালুরু (কর্নাটক), ১৯ এপ্রিল(হি.স.) : কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, রাজ্য প্রধান ডি কে শিবকুমার, এলওপি সিদ্দারামাইয়া, শশী থারুর প্রাক্তন বিজেপি নেতা সহ কংগ্রেসের হেভিওয়েটরা এবং উপ-মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তর ১০ মে বিধানসভা নির্বাচনের জন্য দলের তারকা প্রচারকদের তালিকায় স্থান পেয়েছেন। বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য ৪০-তারকা প্রচারকদের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।
দলের প্রচারকদের তালিকায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, বেঙ্গালুরুর গ্রামীণ সাংসদ ডি কে সুরেশ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ড. সুখবিন্দর সিং সুখু এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহান।
এদিন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্য নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন। আনুষ্ঠানিকভাবে ময়দানে প্রবেশের পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল এবং জাতপাতের ভিত্তিতে ভোট চাইবে না। বরুণা বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন সিদ্দারামাইয়া।

