নিউইয়র্কে গোপন চিনা পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগে গ্রেফতার ২

নিউইয়র্কে, ১৮ এপ্রিল (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিনের পুলিশ বাহিনীর হয়ে ‘গোপন স্টেশন’ পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এফবিআই। স্টেশনটি আমেরিকায় বসবাসকারী চিনা ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি করতে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থাটি।

সোমবার গ্রেফতার হওয়া লু জিয়ানওয়াং (৬১) ও চেন জিনপিং (৫৯) নিউ ইয়র্কের বাসিন্দা। মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ম্যানহ্যাটনের চায়না টাউনে স্টেশনটি স্থাপন করা হয়েছিল আর পরে ওই বছরের শরতে সেটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।

লু ও চেনের বিরুদ্ধে চিন সরকারের গোয়েন্দা হিসেবে কাজ করার ষড়যন্ত্র ও বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। চিন ও ইরানের মতো প্রতিপক্ষগুলো যুক্তরাষ্ট্রের বসবাস করা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানোর চেষ্টা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন বিচার মন্ত্রণালয় তাদের কথিত ‘আন্তর্জাতিক দমন’ এর বিরুদ্ধে তদন্তে গতি বাড়িয়েছে, এ সময়ই লু ও চেনের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হল।

ব্রুকলিনের শীর্ষ ফেডারেল আইন কর্মকর্তা ব্রেয়ন পিস সাংবাদিকদের বলেন, “এই দেশে আশ্রয় নেওয়া গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ওপর চিন সরকারের নিপীড়ন আমরা বরদাস্ত করতে পারি না এবং করবো না।” সোমবার মার্কিন আইন কর্মকর্তারা ভিন্নমতাবলম্বীদের অনলাইনে হয়রানি করার উদ্দেশ্যে কথিত ‘ট্রোল ফার্ম’ পরিচালনার জন্য চিনের ৩৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা মার্কিন প্রযুক্তি প্লাটফর্মে ভিন্নমতাবলম্বীদের বিভিন্ন বৈঠকেও বিঘ্ন ঘটাতেন বলে অভিযোগ করা হয়েছে।

এর পাশাপাশি আরেক অভিযোগে আরও আট চিনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে যেসব চিনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের কাউকেই আটক করা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি চিনের ওয়াশিংটন দূতাবাস। লু ও চেন উভয়েই আমেরিকার নাগরিক। তারা চিনের ফুজিয়ান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকজনের সামাজিক জমায়েতের স্থানের ব্যবস্থা করার উদ্দেশ্য নিয়ে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিল বলে মার্কিন আইন কর্মকর্তারা জানিয়েছেন।
তারা আরও জানিয়েছেন, চিনে পলাতক হিসেবে বিবেচিত এক ব্যক্তিকে লু ২০১৮ সালে দেশে ফেরার জন্য প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। চিন সরকার ক্যালিফোর্নিয়ায় বাস করা এক গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর হদিস বের করার জন্যও লুকে দায়িত্ব দিয়েছিল। আইন কর্মকর্তারা জানিয়েছেন, লু ও চেন এফবিআইয়ের কাছে স্বীকার করেছেন তারা চিনের এক সরকারি কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগের সব তথ্য ডিলিট করে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *