নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ মঙ্গলবার খোয়াই রামচন্দ্র ঘাটস্থিত টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন বাহিনীর জওয়ানরা৷ রক্তদান শিবিরের সূচনা করেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন ডেবিট চৌধুরী, ডক্টর সুপ্রিয়া দেববর্মা সহ অন্যান্যরা৷ বাহিনীর কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী বলেন, টিএস আর জওয়ানরা শুধু মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করে না৷ সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন রাজ্য পুলিশের দেড়শ বছর পূর্তি দিবস এবং আজাদীকা অমৃত মহোৎসব এই দুটি অনুষ্ঠানকে রক্তদানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে৷ বাহিনীর মোট ৬১ জন জওয়ান স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷ বিভিন্ন সুকলের কচিকাঁচাদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়৷
2023-04-18

