নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরা পিপলস পার্টি, সি পি আই এম এল লিবারেশন ও গণমঞ্চ-র যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ অভিযোগ মূলত নির্বাচনের ফলাফলের পর সারা রাজ্যে সন্ত্রাসের যে বাতাবরণ চলছে তাকে প্রতিহত করার জন্যই ৫ দফা দাবি নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকটে ডেপুটেশন প্রদান৷ দাবীর মধ্যে রয়েছে হামলার ঘটনা অবিলম্বে বন্ধ করা, আইনানুগ পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের মত দাবী৷ তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন পরিচ্ছন্ন ভোট হবে৷ সেই মোতাবেক ভোট পর্ব সম্পন্ন হয়েছে৷ কিন্তু এর পরবর্তী অবস্থা দুর্বিষহ বলে দাবী করেন তারা৷
2023-04-18

