BRAKING NEWS

উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৮ এপ্রিল (হি.স.): ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।” একের পর এক এনকাউন্টারের ঘটনায় এই মুহূর্তে দেশজুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ খুলে একথা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী বলেন, ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না। ২০১৭ সালে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশ দাঙ্গার জন্য কুখ্যাত ছিল। অনেক জেলার নাম শুনলেই মানুষ ভয় পেতেন। এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই।’’

উল্লেখ্য, মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি নিয়েছে যোগী সরকার। যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ৬ বছরে উত্তরপ্রদেশে ১০,৭১৩ এনকাউন্টার হয়েছে। এতে ১৮৩ জন অভিযুক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪,৯১১ জন। অর্থাৎ, গত ৬ বছরে যোগীরাজে উত্তরপ্রদেশে গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত এনকাউন্টারে নিহত হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এনকাউন্টারে নিহতরা সকলেই গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *