মে মাসের শেষের দিকে রাজ্যে প্রবেশ করবে বর্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ১৪ ও ১৫ এপ্রিল এই বছরের মধ্যে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস৷ রাজ্যের ইতিহাসে ২০১৪ সালে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷  আগামী আরও তিন দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে৷  আগামি চার পাচ দিনের মধ্যে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মে মাসের শেষের দিকে রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা৷ এক সাক্ষাৎকারে এমনটা জানান বিমান বন্দরস্থিত আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা তথা বিজ্ঞানী নাহুস কুলকার্নি৷