নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারী এবং পাইকারি মূল্যের সঙ্গে খুচরো মূল্যের সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে সদর মহকুমা প্রশাসনের তরফে প্রতিটি বাজারে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে৷ রাজ্যের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের কালোবাজারি এবং পাইকারি বাজারের চেয়ে অনেক বেশি মূল্যে খুচরো বাজারে পণ্য সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে৷ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে সরকার৷ দপ্তরের মন্ত্রী এসব বিষয় নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিক সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠক থেকে দপ্তরের মন্ত্রী নির্দেশ দিয়েছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে প্রতিটি বাজারে মহকুমা প্রশাসনের তরফ থেকে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য৷ খাদ্য মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সদর মহকুমা প্রশাসন ইতিমধ্যেই মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে ক্রেতা বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি সংঘটিত করেছে৷ মঙ্গলবার লেক চৌমুহনী বাজারে এ ধরনের কর্মসূচি সংঘটিত করা হয়৷ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি প্রতিটি বাজারেই সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ মঙ্গলবার লেক চৌমুহনী বাজারে সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিএম সদর রঞ্জিত কুমার দাস৷ সুপারিনটেনডেন্ট অফ টেক্স হরিপদ রায় সহ অন্যান্যরা৷
2023-04-18

