নেশা মুক্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত খয়েরপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷  ওল্ড আগরতলা আর ডি ব্লকের উদ্যোগে মঙ্গলবার গীতবিতান কমিউনিটি হলঘরে অনুষ্ঠিত হয় নেশা মুক্তি নিয়ে আলোচনা সভা৷ উপস্থিত ছিলেন  চেয়ারম্যান বিশ্বজিৎ শীল , ওল্ড আগরতলা আর ডি ব্লকের বিডিও সহ অন্যান্যরা৷ এদিন উপস্থিত দর্শকদের নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সঠিক উত্তর দাতা জিতে নেন পুরষ্কার৷ চেয়ারম্যান বিশ্বজিৎ শীল বলেন নেশাকে সমাজের মূল থেকে উৎপাটের জন্য কারবারীদের সম্পর্কে সমস্ত তথ্য পুলিশ — প্রশাসনকে দিতে হবে৷ আর যারা নেশায় আশক্ত তাদের মারপিট করে নয়৷ সহায়তা নিয়ে তাদের সুস্থ করে তোলার জন্য উদ্যোগ নিতে হবে সমাজকেই৷