সুপারি বোঝাই গাড়ি আটক কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কাঞ্চনপুর মূল সড়কের উপর শুকনাছড়া এলাকা থেকে ৮০ বস্তা সুপারি সহ একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করে পুলিশ৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় দশদা কাঞ্চনপুর মূল সড়কের উপর শুকনাচড়া সংলগ্ণ এলাকা থেকে প্রবাদ ভোরে ৮০ বস্তা সুপারি সহ একটি বোলেরো পিক আপ গাড়িকে আটক করে থানায় নিয়ে জায়৷ এই ঘটনায় কাঞ্চনপুর থানার বড়বাবু উদ্যম দেববর্মাকে জিজ্ঞেস করলে তিনি জানান  ভোরে বহি রাজ্য সুপারি পাচার কালের সময় পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাল বুঝাই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে৷ চালককে জিজ্ঞাসাবাদ চালালে কোন ধরনের বৈধ নথিপত্র দেখাতে পারেনি৷ তাই গাড়িটিকে আটক করে  কাঞ্চনপুর মহকুমা আদালতে পাঠানো হয়৷