হরিয়ানা, ১৮ এপ্রিল (হি.স.): হরিয়ানার কারনালে ভেঙে পড়ল একটি তিনতলা রাইস মিল ভবন। মঙ্গলবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাইস মিল ভবনটি, সেই সময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন ওই ভবনে, তাঁরা চাপা পড়ে যান। এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই রাইস মিলের ভিতরে বেশ কিছু শ্রমিক রাতে থাকতেন। কারনালের পুলিশ সুপার শশাঙ্ক কুমার বলেছেন, কারনালের তারাওরী এলাকায় রাইস মিল ভবন ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন। কেউ নিখোঁজ নেই।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে কারনালে একটি তিনতলা রাইস মিল ভবন ধসে পড়ে, বেশ কয়েকজন রাইস মিল শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। শ্রমিকরা ভবনের ভেতরে ঘুমাতেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্স। কারনালের ডিসি আনিস যাদব জানিয়েছেন, মোট ২৪ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। যে সময় বিল্ডিংটি ভেঙে পড়ে তখন প্রায় ১৫০ জন শ্রমিক ছিলেন ভিতরে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার তদন্তে জন্য কমিটি গঠন করা হবে। রাইস মিলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

