ইন্দোর-আহমেদাবাদ হাইওয়ের ওপর ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ যুবকের

ধার (মধ্যপ্রদেশ), ১৮ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার-ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ির। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের। মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধার জেলার ভোপাভার ইন্টারসেক্সনের কাছে।সর্দারপুর এসডিপিও রাম সিং মেধা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ যুবকের। মৃতরা হলেন-গোপাল গর্গ (২৭), অক্ষয় ত্রিবেদী (২৭) ও সন্দীপ রাঠোর (২৮)। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *