ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।রাজ্য সেরা দিগন্ত রায়। রাজ্য অনূর্ধ্ব-১৭ দাবা প্রতিযোগিতায়। ৪ রাউন্ডের আসর শেষ হয় সোমবার সকালে এন এস আর সি সি-র দাবা হল ঘরে। ৪ রাউন্ডে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলো ৩ জন দাবাড়ু। পরে ভোকলসে প্রথম থেকে তৃতীয় স্থান দখল করে যথাক্রমে দিগন্ত রায়, অভিজ্ঞান ঘোষ এবং দেবাঙ্কুর ব্যানার্জি। আড়াই পয়েন্ট পেয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে যথাক্রমে অনুরাগ ভট্টাচার্য এবং আরাধ্যা দাস। প্রসঙ্গত; মাত্র ১২ জন দাবাড়ু অংশ নিয়েচিলো আসরে। আসর পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত: রবিবার বালিকা বিভাগে সেরা হয়েছিলো আর্সিয়া দাস।
2023-04-17