ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। টানা জয়, গ্রুপ চ্যাম্পিয়ন – সবই শান্তিরবাজারের দখলে। দুর্দান্তভাবে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে শান্তিরবাজার অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। গ্রুপ লীগের চতুর্থ তথা শেষ ম্যাচে আজ, সোমবার শান্তির বাজার ৫৭ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। খেলা ছিল সাব্রুমের স্কুল গ্রাউন্ডে। টস জিতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে শান্তিরবাজার ৩৯ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয় চক্রবর্তীর ৩৫ রান, রীতম সরকারের ২৮ রান এবং নিহার রিয়াং-এর ২৬ রান উল্লেখযোগ্য। বিলোনিয়ার কৌশিক নমঃ ৮ রানে ৪টি উইকেট পেলেও অন্যদের বোলিংয়ে তেমন ধার ছিল না বলে শান্তিরবাজার অনেকটা রান সংগ্রহ করে নেয়। জবাবে বিলোনিয়া ব্যাট করতে নেমে ২৫.৪ বার খেলে ৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে নজরুল ইসলাম শুভ সর্বাধিক ২১ রান পায়। শান্তির বাজারের আমন দেবনাথ ৮ রান এবং জয় চক্রবর্তী ১৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। শিব নোয়াতিয়া পেয়েছে দুটি উইকেট। ব্যাটে বলে দারুন পারফরম্যান্সের সৌজন্যে জয় চক্রবর্তী পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।