কৈলাসহর-১১৫/১০(২২.১)
অমরপুর-৪০/১০(১৫.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতল, ১৭ এপ্রিল।।রেজাওল ইসলামের বিধ্বংসী বোলিং। আর এতেই কুপোকাৎ অমরপুর মহকুমা। কৈলাসহর মবহকুমাকে অল্প রানে আটকে দিয়েও শেষ করক্ষা হলো না। কৈলাসহর জয়লাভ করে ৭৫ রানে। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহরের ১১৫ রানের জবাবে অমরপুর মহকুমা মাত্র ৪০ রান করতে সক্ষম হয়। দলনায়ক সুব্রত চক্রবর্তীর বিধ্বংসী বোলিং। আর তাতেই অল্প রানে গুটিয়ে গেলো কৈলাসহর মহকুমা। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কৈলাসহর মহকুমা ২২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে স্বাগত চন্দ ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,রাজন সিনহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সুহেল আহমেদ ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। অমরপুরের পক্ষে সুব্রত চক্রবর্তী (৫/৩২),নিলয় দত্ত (২/৮) এবং বিশাল শীল (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে রেজাওল ইসলামের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৪০ রানে গুটিয়ে যায় অমরপুর মহকুমা। দলের পক্ষে রাজদীপ সাহা (১২) একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। কৈলাসহরের পক্ষে রেজাওল ইসলাম (৪/৭), মাহাসাইন হুসেন (৩/৮) এবং সুহন মিঁয়া সূর্য (২/১২) সফল বোলার।

