নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। সোমবার আজম খানকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সার গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সপা নেতা আজম খানকে সোমবার ভোররাত তিনটে নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আজম খানের ঠিক কী হয়েছে, তা জানা যায়নি।

