ধুবড়ি জেলা কারাগারে আত্মহত্যা জনৈক কয়েদির

ধুবড়ি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলা কারাগারে আত্মহত্যা করেছেন বিচারাধীন জনৈক কয়েদি। আত্মঘাতী কয়েদির নাম জিয়ারুল হক। ঘটনা আজ সোমবার বিকেলের দিকে সংঘটিত হলেও, প্ৰকাশ্যে আসে রাত সাতটার পর।

ঘটনা সম্পর্কে কারাগারের জনৈক আধিকারিক জানান, আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ কারাগারের কমন টয়লেটে জিয়ারুল হক নামের এক কয়েদির মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কীভাবে কয়েদি জিয়ারুল আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে কোনও তথ্য দেননি আধিকারিক। জানান, নিহত জিয়ারুল হক বিলাসীপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কারা আধিকারিক জানান, ঘটনা সম্পর্কে জেল সুপার বাপন চক্রবর্তীকে জানানো হলে সঙ্গে সঙ্গে তিনি কারাগারে আসেন। তিনি খবর দেন জেলার পুলিশ সুপারকে। খবর পেয়ে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে নিয়ে পুলিশ সুপারও আসেন কারাগারে।

এদিকে, পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহের ময়না তদন্তের জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০-বি/৪২০/৩৭০ ধারায় জিয়ারুল হকের বিরুদ্ধে মামলা রুজু করে গত ১৪ এপ্রিল ধুবড়ি জেলা আদালতে তাকে পেশ করা হয়েছিল। ওই দিনই তাকে জেলা কারাগারে পাঠিয়েছিল আদালত। এর আগেও অপরাধঘটিত কারণে জিয়ারুল হককে এই কারাগারেই রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *