কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): ফের চিন্তার খবর টি -টাউনে । হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী মধুমিতা সরকার । সোমবার সে কথা নিজেও জানালেন অভিনেত্রী ।
টলি পাড়ার পরিচিত মুখ মধুমিতা । ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু হলেও তিনি এখন টলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী । কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলেন । কিন্তু সোমবার হঠাৎ করে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে দেখা যায় একটি ছবি পোস্ট করেছেন । সেখানে মধুমিতা সরকার যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে যে তাঁর হাতে স্যালাইনের নল ঢোকানো, চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট এবং অভিনেত্রী হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন । বালিশের পাশে একটি বই রাখা । এই ছবি পোস্ট করার পর মধুমিতা তাঁর ক্যাপশনে লেখেন, ”মারাত্মক একটা কিছু হয়েছিল । কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি । আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ” ।
জানা গিয়েছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছিল তাঁর, বিগত বেশ কিছু দিন ধরে পেটে ছিল সুতীব্র ব্যথা। এই রবিবারই অস্ত্রোপচার হয়। আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। তবে এখনও বিশ্রামে থাকতে হবে বেশ কিছু দিন। মধুমিতা সুস্থতার দিকে এগোনোর খবর জানতে পেতে কিছুটা স্বস্তিতে তাঁর ভক্তরাও। অভিনেত্রী কবে কাজে ফেরেন তা দেখতেই ,মুখিয়ে তাঁরা।

