নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : আজ সিবিআই-এর সামনে হাজির হওয়ার আগে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে যান আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন টুইটারে তিনি বলেছেন, তিনি রাজঘাটে এসে বাপুর আশীর্বাদ নিয়েছেন। আমরা বাপুর দেখানো পথেই আছি। আমরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সত্যের পথে আছি। শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
তাঁ সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং সাংসদ সঞ্জয় সিং ছাড়াও দলের অন্যান্য নেতারাও। সিবিআই অফিসে পৌঁছানোর আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, বিজেপির লোকেরা বলছে যে তাকে গ্রেফতার করা হবে। অন্যদিকে দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন দলীয় কর্মীরা। দলের বিধায়ক নরেশ বালিয়ান এবং প্রবীণ কুমারকে বিক্ষোভের মধ্যে পুলিশ আটক করেছে।