জামাইকে ডেকে নিয়ে মারধর করে মুখে বিষ ঢেলে দিল শ্বশুরবাড়ির লোকজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের জামাইকে মেরে ফেলার চেষ্টা ঘটনা ইয়াজিখাউরা এলাকায়৷ সংবাদে প্রকাশ বিগত কয়েক বছর পূর্বে ধলাই জেলার ময়নামা বাঙালিপাড়া এলাকার বাসিন্দা ফজলু হক কৈলাশহর ইয়াজিখাউরা এলাকার বাসিন্দা মোবারক আলীর মেয়ের সাথে বিয়ে হয়৷ বিয়ের পর ওদের সংসারে কোন ঝামেলা ছিল না৷ বিগত চার মাস পূর্বে ফজলু হকের শ্বশুর বাড়ির লোকেরা উনার স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে আসেন৷ কিন্তু কোন এক অজ্ঞাত কারণে উনার স্ত্রীকে আর বাড়ি পাঠায়নি৷ অভিযোগ গত দোষরা এপ্রিল ফজলু হকের শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে ফজলু হককে আসতে বলে এবং তার স্ত্রীকে নিয়ে যেতে বলে৷ ফজলু হক যথারীতি আসার পর ঘটে বিপত্তি৷ অভিযোগ ফজলু হককে তার শ্বশুরবাড়ির লোকেরা বেধড়ক মারপিট চালায়৷ এমনকি ফজলু হকের ১৫ বছরের ছেলেও ফজলু হককে মারধর করে বলে অভিযোগ৷ এমনকি ফজলু হকের মুখের মধ্যে বিষ ঢেলে দেয়৷ এরপর স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরকে জানালে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায৷ এরপর উনি সুস্থ হয়ে নিজ বাড়ি অর্থাৎ ধলাই জেলার ময়নামা বাঙালিপাড়ায় চলে যান৷ উক্ত বিষয় নিয়ে আজ কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন৷ ফজলু হক তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে পাশাপাশি ন্যায্য বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়৷