ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। সদর-বি দল ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। অনূর্ধ্ব-১৩ রাজ্য চ্যাম্পিয়ন সদর-বি দল এবার অনূর্ধ্ব-১৫ রাজ্য আসরেও নিজেরা সাফল্যের দাবিদার করে তুলেছে। সেমিফাইনালে খেলার লক্ষ্যে আরও যে তিন দল মুখিয়ে আছে তারা হলো: সদর-এ, শান্তিরবাজার এবং লংতরাইভ্যালি। তবে ক্ষীণ আশা জিইয়ে রেখেছে খোয়াই, সোনামুড়া এবং গন্ডাছড়া। যদিও এ বিষয়ে পুরোটা নির্ভর করছে আগামীকাল টুর্নামেন্টের গ্রুপ লিগ পর্যায়ের শেষ দিনের সাতটি ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি খেলার ফলাফলের উপর। আগামীকালও অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে খোয়াইয়ের বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে তেলিয়ামুড়া খেলবে মোহনপুরের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে সাব্রুম ও উদয়পুর পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, বিলোনিয়ার বিপক্ষে। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে কৈলাশহর ও অমরপুর পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের আরকেএম মাঠে ধর্মনগর খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে। তাছাড়া, আর কে আই মাঠে কাঞ্চনপুর খেলবে কমলপুরের বিরুদ্ধে। উল্লেখ্য, ইতোমধ্যে ১৯ টি মহকুমা দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচের শেষে গ্রুপ-সি থেকে সদর-বি প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছুলো। গ্রুপ-এ থেকে সদর-এ, গ্রুপ-বি থেকে শান্তিরবাজার এবং গ্রুপ-ডি থেকে লংতরাইভ্যালি এগিয়ে রয়েছে। বলা বাহুল্য, টুর্নামেন্টের শেষ খেলা হয়েছিল ১৩ এপ্রিল বৃহস্পতিবার। তিন দিন বিরতি পেলেও জুনিয়র ক্রিকেটাররা কিন্তু বিশ্রামে কাটায়নি। নিজ নিজ মাঠে প্রয়োজনীয় অনুশীলন করে আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্র্যাকটিস করে নিয়েছে। একদিকে ভালো খেলা, অপরদিকে স্পটারদের নজর কাড়া-ই হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উদীয়মান ক্রিকেটারদের আরেকটা বিশেষ লক্ষ্য।
2023-04-16

