করিমগঞ্জে কংগ্রেসের ইফতার মেহফিল

করিমগঞ্জ (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : আজ রবিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সৌজন্যে এবং করিমগঞ্জের জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় ইফতার মেহফিলের আয়োজন করা হয়। শহরের এক অভিজাত হোটেলে এই ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছিল আজ সন্ধ্যায়।

বিধায়কের সৌজন্যে ইফতার পার্টিতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন মন্ত্রী বর্তমান বড়খলায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, বর্তমান সভাপতি রজত চক্রবর্তী, স্থানীয় নেতৃত্ব সহ দলীয় কর্মীরা।

ইফতার পার্টিতে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বক্তব্য পেশ করতে গিয়ে ইসলাম ধর্মে সর্বধর্মের বার্তা ছড়ানো এবং রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বলেন, প্রতিবারই এখানে ইফতার মেহফিলের আয়োজন করা হয়। ব্যতিক্রম হয়নি এ বছরও। মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বোধ রক্ষা করা বর্তমান সময়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই এবার ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য সমাজে যেন ভ্রাতৃত্ববোধ বজায় থাকে। সুষ্ঠু সমাজ ও সম্প্রীতি বজায় থাকে।

তিনি বলেন, এ ধরনের মেহফিলের একটি বৈশিষ্ট্য আছে। সারাদিন ব্রত পালন করার পর দেশ ও সমাজের জন্য প্রার্থনা করে থাকেন রোজাদাররা। এখানে সুষ্ঠু সমাজ গঠনের জন্য প্রার্থনা করা হয়েছে। উভয় সম্প্রদায়ের দলীয় কর্মীরা উপস্থিত হওয়ায় এখানে এক মিলন মেলার সৃষ্টি হয়েছে।
বিরোধী দলনেতা বিধায়ক দেবব্রত শইকিয়া বলেন, শান্তি সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করার বাণী রয়েছে সব ধর্মেই। সেই বাণীকে অনুসরণ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ধর্মালম্বীদের বসবাস ভারতবর্ষে। বলেন, সম্প্রীতির আরেক নাম ভারতবর্ষ। এই দেশেই এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে একসাথে নিজেদের সুখ-দুঃখ সব কিছু ভাগাভাগি করে নেন। বলেন, বিহু অসমের জাতীয় উৎসব। বিহুর আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন অসমবাসী। রমজান মাস ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র মাস। এক মাস ব্রত পালন করার পর খুশির ঈদ পালন করে থাকেন ইসলাম ধর্মালম্বীরা। মেহফিলে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।