বুনিয়াদপুর, ১৬ এপ্রিল (হি.স.) : দক্ষিণ দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী! জেলার বংশীহারী সিঙ্গাদহ পঞ্চায়েতের গেরুল ফুলতলা এলাকায় ওই কিশোরীর শোবার ঘর থেকে রবিবার ঝুলন্ত দেহ উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম সীমা ওরাওঁ (১৯)। বাড়ি বংশীহারী সিঙ্গাদহ পঞ্চায়েতের গেরুল ফুলতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখা যায়। পুলিশ দেহটিকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার বংশীহারী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।