রঙিয়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলান্তর্গত রঙিয়ায় পুলিশের জালে ধরা পড়েছে এক মাদক কারবারি। পুলিশের হাতে ধৃত মাদক কারবারিকে রঙিয়া বালাগাঁওয়ের বাসিন্দা কমরুল জামান বলে পরিচয় শনাক্ত হয়েছে।
এক সূত্রের মাধ্যমে খবর পেয়ে আজ রবিবার সাতসকালে রঙিয়া থানার ওসি ভাস্করমল্ল পাটোয়ারির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ১১ গ্রাম হেরোইন সহ কমরুল জামানকে গ্রেফতার করে পুলিশ। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে নগদ লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।
কমরুল জামানকে রঙিয়া থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।