শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন মুখ্যমন্ত্রী যোগীর, আজ সমস্ত অনুষ্ঠান স্থগিত

লখনউ, ১৬ এপ্রিল(হি.স.) : শনিবার রাতে প্রয়াগরাজে কুখ্যাত মাফিয়া আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে গুলি করে হত্যা করার পরে উত্তরপ্রদেশ সরকার রবিবার ৭৫ জেলায় নিষেধাজ্ঞামূলক আদেশ (১৪৪ ধারা) জারি করেছে। রাজ্যের সংবেদনশীল শহরগুলিতে পুলিশ কড়া নজর রাখছে। নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এদিকে জনগণকে গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঘটনার তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। আজ সকালে প্রয়াগরাজে ফ্ল্যাগমার্চ করেছে পুলিশ। মাউ, মথুরা, কানপুর, অযোধ্যা, বান্দা এবং লখনউতে পুলিশ রাতে বেশ কয়েকবার ফ্ল্যাগ মার্চ করেছে। মুখ্যমন্ত্রী যোগী আজ তাঁর সমস্ত অনুষ্ঠান স্থগিত করেছেন। তিনি প্রতিনিয়ত রাজ্যের আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করছেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশের বিশেষ মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আতিক-আশরাফ হত্যা মামলার তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনজনকেই প্রয়াগরাজে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *