BRAKING NEWS

নাগরাকাটার হিলা চা বাগানে বুনো শূকরের হামলায় মৃত্যু বৃদ্ধে

নাগরাকাটা, ১৬ এপ্রিল (হি.স.) : জলপাইগুড়ি জেলার চা বাগানে বুনো শূকরের হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটার হিলা চা বাগানের ৫-ডি সেকশনে। মৃতের নাম শহিদ মিয়াঁ (৬০)।

ঘটনাস্থলটি জঙ্গল লাগোয়া। পাশেই জলঢাকা নদী। তার ওপারেই হিলাঝোড়ার জঙ্গল। জানা গিয়েছে, রবিবার দুপুরে ছাগল চড়াতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত ওই চা শ্রমিক। সেই সময় তাঁর ওপর হামলা চালায় বুনো শূকরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই সেখানে যান বনকর্মীরা।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের হিলা ইউনিটের সহ সভাপতি জয়নুল মিয়াঁ বলেন, ‘এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। এর আগেও এলাকায় বুনো শূকরের হামলায় অনেকেই জখম হয়েছিলেন। হাতির আক্রমণেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *