নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “শুভ নববর্ষ!” নতুন বছরে সকলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এক বার্তায় লেখেন, “বাঙালি সংস্কৃতি ও পরম্পরা সারা বিশ্বে প্রশংসিত। নববর্ষের প্রারম্ভে আমি প্রত্যেকের সুখ ও সুস্বাস্থ্য কামনা করি।”
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি জানান, বাংলা নববর্ষের এই শুভক্ষণে আমি পশ্চিমবঙ্গের সকল ভাই ও বোনদের নববর্ষের শুভেচ্ছা জানাই। এই নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।

