আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা অরবিন্দ কেজরিওয়াল : গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। সিবিআই-এর এই সমনের প্রেক্ষিতে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল। গৌরব আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল জি, আপনি যদি কিছুতেই ভয় না পান…তাহলে যে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলির উত্তর দিন…পলিগ্রাফ পরীক্ষা করান…লাই ডিটেক্টর পরীক্ষা করান… সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

গৌরব আরও বলেছেন, “কিন্তু আপনি এমনটা করবেন না, কারণ আপনি ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন, নার্ভাস আছেন।” গৌরব বলেছেন, “মনীশ সিসোদিয়া ততটা সৎ নন, যতটা বলা হচ্ছে। তাঁর কাছে চারটি মোবাইল ফোন ছিল, তদন্ত আধিকারিকরা তদন্তের জন্য ফোন চাইলে তিনি একটি দেন এবং বাকি তিনটি নষ্ট করেন। কেন? জনগণের এ সবের জবাব দিতে হবে। কেজরিওয়াল এখন ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন গৌরব, তাঁর কথায়, যে মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, স্পষ্টতই, তিনি ভয়ে কাঁপতে শুরু করেছেন। এটা পরিষ্কার যে অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতির অন্যতম প্রধান মাথা।