শিলচর (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : কলকাতা গড়িয়ার মহামায়াতলা শ্রীশ্রীসন্তদাসবাবা আশ্রমের কাঠিয়াবাবা শ্রীশ্রী ১০৮ স্বামী নবলকিশোরদাসজি মহারাজ আগামী ২৩ এপ্রিল শিলচরে পদার্পণ করবেন।
তিনি ২৩ থেকে ২৮ এপ্রিল অবধি শিলচরের সুনীল সরকার লেনে প্রতিদিন সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত ভক্তদের সাধুসঙ্গ ও দর্শনদান করবেন। সেই সঙ্গে ভাগবত কথা ও সদ্-প্রসঙ্গ হবে। আজ শনিবার, শুভ নববর্ষের দিন থেকে তিনি ধর্মনগরের দেওয়ানপাশায় শনিতলার পাশে মনোতোষ রায়ের বাড়িতে ১৮ এপ্রিল অবধি অবস্থান করবেন। এর পর তিনি করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডের রাজীব দাস পুরকায়স্থের বাড়িতে ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এবং ২৩ থেকে ২৮ এপ্রিল পৰ্যন্ত শিলচরে অবস্থান করবেন।
স্বামী নবলকিশোরদাসজি মহারাজের শুভ অবস্থানের দিনগুলিতে ইচ্ছুক ভক্তদের নামমন্ত্র তথা দীক্ষামন্ত্র দান করবেন বলে জানা গেছে।