ঢাকা, ১৫ এপ্রিল (হি. স.) : ঢাকার নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা বলেই প্রাথমিকভাবে মনে করছে বাংলাদেশ সরকার। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সঙ্গে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।
শনিবার ভোরে ঢাকার এই বাজারে অগ্নিকাণ্ড হয়। এর পর গণভবনে আওয়ামি লিগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ঘটনাটি খতিয়ে দেখার কথা বলেন।
গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বলেছিলেন, ”এটি অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে, এখানে একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর ২০১৮ সালে আবার আগুন লেগেছিল। তারপর এখানে আমরা একটা সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প নিয়েছিলাম। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধাই দেয়নি, একটা রিট আবেদনও করে। হাই কোর্ট এটিকে স্থগিত করে দেন। সেসময় যদি এটা স্থগিত না করত, তাহলে এখানে হয়তো আমরা একটা ভাল মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা হত না।”
১০ দিনের ব্যবধানে ফের ঢাকার বাজারে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। সকলে আরও বেশি সচেতন হোন, নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করুন। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।”