নয়াদিল্লি, ১৪ এপ্রিল(হি.স.) : বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং গণতান্ত্রিক নীতির সমর্থক ছিলেন বলে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে ডঃ আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে, খাড়গে বলেন, আমরা সকলেই বাবাসাহেবকে ভারতের সংবিধানের স্থপতি হিসাবে স্মরণ করি এবং শ্রদ্ধা করি। কিন্তু আজ বাবাসাহেব এবং আধুনিক ভারতের অন্যান্য স্থপতিরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তি হিসাবে বিপদে আছে। আমাদের গণতন্ত্র হুমকির মুখে। একে বাঁচাতে এবং বাবাসাহেবের নীতি রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত।
বিজেপিকে আক্রমণ করে খাড়গে বলেন, এই সময়ে বিরোধী দল, সামাজিক গোষ্ঠী, এনজিও, বিচার বিভাগ, মিডিয়া সহ সাধারণ নাগরিকদের জোর করে চুপ করা হচ্ছে। এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়। বাবাসাহেবের দেখানো পথে চলতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।