রাজ্যে এলেন অমিত শাহ, অন্ডাল হয়ে বীরভূমে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আসানসোল, ১৪ এপ্রিল (হি.স.): আজ দুপুরে বীরভূমের সিউড়িতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই সফার জন্য রাজ্যে এলেন অমিত শাহ । সেখানে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের নেতারা । তারপর দুর্গাপুর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে সরাসরি উড়ে গেলেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন তিনি। এরপরই শুরু হবে সিউড়িতে তাঁর জনসভা।

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নববর্ষের প্রাক্কালে রাজনৈতিক সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শক্রবার অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা রয়েছে তাঁর। শাহি সফর ঘিরে উত্তেজনা বীরভূমে। এদিন নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা পর শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছোল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র বিশেষ বিমান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সহ আরও অনেকে। তারা প্রত্যেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। দেওয়া হয় পুস্পস্তবক ও পদ্মফুল। এরপর অন্ডাল বিমানবন্দর থেকে বিশেষ চপারে বীরভূমের সিউরির উদ্দেশে রওনা দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রীর চপার নামার জন্য সেখানে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বীরভূমের জেলা নেতৃত্ব তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। হেলিপ্যাড থেকে স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে পৌঁছান সিউড়ি সার্কিট হাউসে।

তার আগে বি আর আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করার কথা তাঁর। সিউড়ি সার্কিট হাউসে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। এর মাঝে তিনি দলের সেকেন্ড ইন কমান্ড হিসাবে বীরভূম ও দুই বর্ধমান জেলার দলের নেতাদের সঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। দুপুর আড়াইটার পরে সার্কিট হাউস থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় বক্তব্য রাখতে যাবেন। বিকেলে তিনি আবার সিউড়ি থেকে অন্ডাল বিমানবন্দরে ফিরে আসবেন। সেখানে থেকে তিনি বিএসএফের বিশেষ বিমানে কলকাতা যাবেন। অমিত শা’র এই সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সিআইএসএফের পাশাপাশি মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের বিশাল বাহিনী।