রাজ্য ক্রিকেট : মোহনপুরকে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় সদর-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।।

ছোটদের ক্রিকেটে উজ্জ্বল প্রতিভার আত্মপ্রকাশ। প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে কোচ শুভ্র পালের ভরষা জাগাচ্ছে অর্কজিৎ সাহা। বৃহস্পতিবার এর ব্যাতিক্রম হয়নি। দুরন্ত ব্যাট করে ১৪৮ করে সে। যা এবারের আসরের ব্যাক্তিগত সর্বোচ্চ রান। মোহনপুরের বিরুদ্ধে অর্কজিতের হাত ধরে ‌সদর ‘‌এ’ বিশাল ২৯৪ রান কের। জবাবে ঘরের মাঠে মোহনপুর করে ২০২ রান। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে সদর ‘‌এ’-‌র শুরুটা মোটেই ভালো হয়নি। একসময় দ্রুত ২ উইকেট হারিয়ে বসেছিলো। ওই অবস্থায় অর্কজিৎ এবং অয়ন রায় ব্যাট হাতে রুখে দাড়ায়। তৃতীয় উইকেটে ওই জুটি ১৫১ রান যোগ করে। দলনায়ক অর্কজিৎ দলের হযে গোড়াপত্তন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যায়। সে ১৩২ বল খেলে ২৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৮ রান করে। এছাড়া দলের পক্ষে অয়ন ৮০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং অনিক দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ২৬ রান করে। সদর ‘‌এ’ নির্ধারিচত ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৮ রান। মোহনপুরের পক্ষে সপ্তদীপ দত্ত (‌২/‌৪২) সফল বোলার। জবাবে খেলতে নেমে মোহনপুর ৩৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অঙ্কিত দাস ৯৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌৯১,আদর্শ দত্ত ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, পিনাক দেব ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং যতন মালাকার ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। সদর ‘‌এ’-‌র পক্ষে অর্কজিৎ সাহা (‌৩/‌২৫), মিমন দাস (‌২/‌১৫) এবং গৌরব রাজ সাহা (‌২/‌২৮) সফল বোলার।‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *