ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। বুধবার দিনটাও কাটলো বিরতির দিন হিসেবে। আগামীকাল অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে মোহনপুরের বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে খোয়াই খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে সাব্রুম ও সোনামুড়া পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, উদয়পুরের বিপক্ষে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কৈলাশহর ও সদর-বি পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের আরকেএম মাঠে ধর্মনগর খেলবে কমলপুরের বিরুদ্ধে। তাছাড়া, আর কে আই মাঠে লংতরাইভ্যালি খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। উল্লেখ্য, ইতোমধ্যে ১৯ টি মহকুমা দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ২২টি ম্যাচের শেষে গ্রুপ-এ থেকে সদর-এ, গ্রুপ বি থেকে শান্তিরবাজার, গ্রুপ সি থেকে সদর-বি এবং গ্রুপ ডি থেকে গন্ডাছড়া সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে রয়েছে। আগামীকাল ম্যাচের শেষে একাধিক দল শেষ চারে খেলা নিশ্চিত করে নিতে পারবে। বলা বাহুল্য, বিরতির দিন পেলেও জুনিয়র ক্রিকেটাররা কিন্তু বিশ্রামে কাটায়নি। নিজ নিজ মাঠে প্রয়োজনীয় অনুশীলন করে আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্র্যাকটিস করে নিয়েছে। একদিকে ভালো খেলা, অপরদিকে স্পটারদের নজর কাড়া-ই হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উদীয়মান ক্রিকেটারদের উদ্দেশ্য।
2023-04-12