ঢাকা, ১২ এপ্রিল(হি.স.) : ফের আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বাংলাদেশের শাকিব আল হাসান। বুধবার আইসিসি-র পক্ষ থেকে শাকিবের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে দুবার শাকিব এই সম্মান পেলেন।
উল্লেখ্য, ২০২১ সালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মাক সংস্থা এই পুরস্কার চালু করে। সেই বছরই বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব ও মুশফিকুর রহিম এই খেতাব জয় করেছিলেন। ফের ২০২৩ সালে মাস সেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হলেন তিনি।
শাকিবের পারফরম্যান্সের দিকে নজর রাখলে দেখা যাবে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া। গত মাসে তিন সংস্করণের ক্রিকেটে ১২টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৫৩টি রান। শুধু তাই নয়, বোলিং-এও যথেষ্ট সফল তিনি। তাঁর ঝুলিতে পুড়েছেন ১৫টি উইকেট। এছাড়া দীর্ঘ ৭বছর পর বাংলাদেশে একদিনের সিরিজ খেলতে গিয়েছিল সেই সিরিজের শেষ ম্যাচে ব্রিটিশদের হারতে হয়েছিল বাংলাদেশের কাছে। অপর দিকে টি-২০ সিরিজের সবকটি ম্যাচেই জয় পান শাকিবরা।

