মিস কুইন অব দ্য ওয়ার্ল্ড বিজয়িনী কৃষাঙ্গী গৌরীকে সংবর্ধনা ব্যতিক্রম মাসডোরউদযাপিত মনীষা হাজরিকার ৭৩-তম জন্মদিন

গুয়াহাটি, ১২ এপ্রিল (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ২০২৩ সালের কুইন অব দ্য ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে ‘মিস কুইন অব দ্য ওয়ার্ল্ড’-এর খেতাব বিজয়িনী প্রথম ভারতীয় কৃষাঙ্গী গৌরীকে গুয়াহাটি প্রেস ক্লাবে সংবর্ধনা জানিয়েছে ব্যতিক্রম মাসডো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেট হাসপাতালের সিএমডি ডা. বেদব্রত পাঠক, বিশিষ্ট গায়িকা মনীষা হাজরিকা, সরলা বিড়লা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ ড. দিগন্ত হালদার, সরলা বিড়লা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ের সিনিয়র অ্যাকাডেমিক হেড জুলি বরুয়া, কবি সঞ্জয় চক্রবর্তী, কৃষাঙ্গী গৌরীর বাবা-মা অভিজিৎ ভুইয়াঁ ও অঞ্জলি মেধি ভুইয়াঁ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট গায়িকা মনীষা হাজরিকার ৭৩-তম জন্মদিন পালন করেছে ব্যতিক্রম মাসডো। মনীষা হাজরিকা বক্তব্য পেশ করে বলেন, ‘একজন অসমিয়া মেয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হওয়া গর্বের বিষয়। অসমবাসীকে বিশ্ব দরবারে গর্বিত করার জন্য আমি কৃষাঙ্গীকে অভিনন্দন জানাই। এছাড়া, আমার ৭৩-তম জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য ব্যতিক্রম পরিবারকে আমার আন্তরিক ধন্যবাদ।’

ব্যতিক্রম মাসডো-র কর্ণধার ড. সৌমেন ভারতীয়া বলেন, ‘সৌন্দর্য প্রতিযোগিতায় কৃষাঙ্গীর ঐতিহাসিক জয়ে অসমবাসী গর্বিত। এটি তাঁর কঠোর পরিশ্রম, সংকল্প এবং উৎসর্গ প্রতিফলিত করে এবং বর্তমান যুব প্রজন্মদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন অসমের মেয়ে কৃষ্ণাঙ্গী। আমরা আজ তাঁকে অভিনন্দন জানাতে পেরে খুব খুশি। কারণ তিনি সত্যিই সমস্ত স্বীকৃতি এবং প্রশংসার যোগ্য।’

কৃষ্ণাঙ্গী গৌরী বলেন, ‘আমি মিস কুইন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলারা এক মঞ্চে একত্রিত হয়েছিল। যখন আমাকে ‘মিস কুইন অব দ্য ওয়ার্ল্ড ২০২৩’ হিসাবে ঘোষণা করা হয়েছিল তখন এটি একটি অভূতপূৰ্ব অনুভব ছিল। আমি বিশ্বাস করি, চেষ্টা করলে যে কেউ এ ধরনের প্রতিষোগিতায় অংশগ্রহণ করতে পারে। তবে সবচেয়ে লক্ষ্যণীয় যে বিষয়টি হল, তা তাড়াতাড়ি শুরু করা এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা যা কাজের প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে গাইড করতে সাহায্য করতে পারে।’ তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য ব্যতিক্রম পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণাঙ্গী গৌরী।

উল্লেখ্য, কৃষাঙ্গী তাঁর প্রাথমিক শিক্ষা সরলা বিড়লা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ে শেষ করার পর আইজেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে বিজনেস অ্যান্ড অ্যানালিটিকসে এমএস সম্পন্ন করেছেন। স্নাতক শেষ করার পর তিনি নিউইয়র্কে একজন আর্থিক বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে গ্লোবাল ফাউন্ড্রিজে কর্পোরেট স্ট্র্যাটেজি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন তিনি।