বড়দোয়ালি-১৩৪/৩
আ: রাইফেলস-১২০/৪
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।।আবার ব্যাটে-বলে দাপট দেখালো সায়ন্তিকা নম:দাস। সায়ন্তিকার অলরাউন্ড পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় পেলো বড়দোয়ালি স্কুল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-১৭ বালিকাদের আন্ত:স্কুল টি-২০ ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার বড়দোয়ালি স্কুল ১৪ রানে পরাজিত করে আসাম রাইফেলস স্কুলকে। প্রথমে ব্যাট হাতে ৪৯ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে বড়দোয়ালি স্কুলকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেয় সায়ন্তিকা। সঙ্গত: কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় বড়দোয়ালি স্কুলের ওই অলরাউন্ডারটিকে। প্রায় প্রতি ম্যাচেই ভালো খেলে চন্দন দেববর্মার দলের ওই বালিকা ক্রিকেটারটি নির্বাচকদের নজর কেড়ে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখনই ব্যাট হাতে শায়ন্তিকার সঙ্গে রুখে দাড়ায় অবান্তিকা ভৌমিক। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলে। তবে বড়দোয়ালি স্কুলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন বিপক্ষ দলের বোলাররাও। অতিরিক্ত খাতে মোট ৪৯ রান পায় বড়দোয়ালি স্কুল। এছাড়া দলের পক্ষে শায়ন্তিকা ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং অবান্তিকা ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থেকে যায়। জবাবে খেলতে নেমে অতিরিক্ত ৫২ রানের কাধে ভর দিয়ে আসাম রাইফেলস স্কুল ১২০ রান করতে সক্ষম হয় ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে। দলের পক্ষে ওপেনার ক্রিস্টিনা রেমা ৬৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া কেউ দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বড়দোয়ালি স্কুলের পক্ষে শায়ন্তিকা নম: দাস (২/১১) সফল বোলার।

