বগাফা বাজারে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

শান্তিরবাজার, ১২ এপ্রিল (হি. স.) : ভোর রাতে বগাফা বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। তাতে, ৫ ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন। আগুনের সূত্রপাত কিভাবে, দমকল কর্মীরা প্রাথমিক তদন্তে খুঁজে বের করতে পারেননি।
জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় বগাফা বাজারে বুধবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে, বিকাশ দাস, বিশু দাস এবং সুব্রত দাসের মুদি দোকান, দীনেশ দাসের ফলের ও সঞ্জীব পাটারির চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, ওই পাঁচটি দোকান রক্ষা করা যায়নি। জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুনের সূত্রপাত খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।