ভবনস্: ৮৪/৫(২০)
বিদ্যাসাগর: ৮৫/১(১০.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। জয়ের হ্যাটট্রিক বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের। টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ের সুবাদে বিদ্যাসাগর বিদ্যালয় শুধু মূল পর্বের দাবিদার-ই নয়, বলা যাচ্ছে চ্যাম্পিয়নেরও প্রত্যাশা করতে পারে বিদ্যালয়ের বালিকারা। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পশ্চিম জোনাল অনূর্ধ্ব ১৭ বালিকাদের আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। পঞ্চম দিনে আজ ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে প্রথম বেলায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিদ্যাসাগর বিদ্যালয় নয় উইকেটের বড় ব্যবধানে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের মেয়েরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্নিগ্ধা রায় সর্বাধিক ২১ রান পায়। অতিরিক্ত খাতে প্রাপ্ত একচল্লিশ রান তাদের স্কোরে ইন্দন যুগিয়েছে। বিদ্যাসাগর বিদ্যালয়ের পুনমদিতা দেবনাথ ১৪ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় উইকেটের জুটিতে তৃষা ও পুনমদিতা দেবনাথ জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। তৃষা দেবনাথ ৪৭ রানে এবং পুনমদিতা ১৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পুনমদিতা প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।